কেন্দ্রের অনুষ্ঠানে অনুপস্থিত তৃণমূল নেতৃত্ব

author-image
Harmeet
New Update
কেন্দ্রের অনুষ্ঠানে অনুপস্থিত তৃণমূল নেতৃত্ব

হরি ঘোষ, দুর্গাপুর : ভারত সরকারের ইলেকট্রনিক এন্ড ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রকের তরফে দুটি ইন্টারনেট এক্সচেঞ্জ পেল দুর্গাপুর ও বর্ধমান। যার উদ্বোধনী অনুষ্ঠান করা হয় দুর্গাপুরের বেসরকারি পাঁচতারা হোটেলে। দিল্লি থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর-বর্ধমানের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এছাড়াও আমন্ত্রিত ছিলেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বর্ধমান মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার।

 



তবে এই অনুষ্ঠানেও রাজনৈতিক রেষারেষির অভিযোগ।সাংসদ আলুওয়ালিয়া বলেন, 'আমন্ত্রণ করা হয়েছিল শহরের মেয়র, দুর্গাপুর পূর্বের বিধায়ক, বর্ধমান দক্ষিণ বিধায়ক ও বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকেও। তাদের জন্য চেয়ারও রাখা হয়েছে কিন্তু তারা কেউ আসেনি। আমার কি করোনা হয়েছে? যে তারা এলে করোনায় আক্রান্ত হয়ে যেত! কী কারণে এলেন না তা জানি না। তবে এইসকল কাজ একসাথে মিলে করা উচিত।'