হাবিবুর রহমান, ঢাকাঃ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ বাংলাদেশে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহিদ ময়দানে রবিবার অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এবার একসঙ্গে প্রায় ৩ লাখ মুসল্লি নামাজ আদায় করেছে বলে জানিয়েছেন আয়োজকর। রবিবার ঠিক সাড়ে ৮টায় শুরু হয় নামাজ। ঈমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমী। প্রখর রোদ আর তীব্র গরমেও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে করা হয় মোনাজাত।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহিদ ময়দান। ২২ একর আয়তন বিশিষ্ট এই ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও আধুনিক নির্মাণশৈলিতে এই ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় ২০১৭ সাল থেকে। কিন্তু মাঝখানে করোনা পরিস্থিতির জন্য গত দুই বছর এই ঈদগাহে অনুষ্ঠিত হয়নি ঈদের জামাত। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এই ঈদগাহে এবার দুই বছর পর অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের জামাত। আর এরপর রোববার অনুষ্ঠিত হলো ঈদুল আযহার জামাত।