কেন পালিত হয় বকরি ঈদ?

author-image
Harmeet
New Update
কেন পালিত হয় বকরি ঈদ?



 
নিজস্ব সংবাদদাতাঃ
কেন পালিত হয় বকরি ঈদ জানেন? ঈদ আল-আযহা বা 'ত্যাগের উৎসব', যা সাধারণত বকরিদ নামে পরিচিত, বিশ্বব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে একটি। উৎসবটি বার্ষিক হজযাত্রার সমাপ্তিও চিহ্নিত করে।


 




এই উৎসবটি নবী ইব্রাহিমের আল্লাহর আদেশে তার পুত্রকে উৎসর্গ করার ইচ্ছাকে স্মরণ করে। ইসলামী ক্যালেন্ডারে ধু আল-হিজজার দশম দিনে ইল আল-আযহা উদযাপিত হয়। এ বছর ঈদুল আযহার উৎসব ৯ জুলাই শনিবার সন্ধ্যায় শুরু হয়ে ভারতে ১০ জুলাই, রবিবার সন্ধ্যা পর্যন্ত চলবে।