হাবিবুর রহমান, ঢাকাঃ
বাংলাদেশে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। বাংলাদেশে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে আজ ঈদের আনন্দ। করোনা মহামারি সংক্রান্ত বিধি নিষেধ না থাকায় নির্বিগ্নে সারা বাংলাদেশে ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আদায় করেছেন মুসলমানরা। ধনী-গরিব, প্রতাপশালী-দুর্বল সব শ্রেণিপেশার মানুষ আজ ঈদগাহে এককাতারে মিলিত হয়েছেন। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করে গুনাহ মাফের জন্য মহান রবের কাছে দোয়া করেছেন। নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে নিজ নিজ আবাসস্থলে ফিরেছে মুসলমানরা।
মুসলমানদের সঙ্গে ঈদুল আজহার বৃহৎ ধর্মীয় এই উৎসবে শান্তি-সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রান মুসলমানরা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নানা দুর্ভোগ পোহায়ে ঢাকা ছেড়েছেন কোটি মানুষ। তাদের কারো কারো দীর্ঘ যানজটে আটতে থাকতে হয়েছে সড়ক মহাসড়কে। দক্ষিণের জেলাগুলোর মানুষদের জন্য এবার ঈদে বাড়তি আনন্দ এনেছে পদ্মা সেতু। এ সেতু চালু হওয়ায় এবার তাদের ঈদযাত্রার দুর্ভোগ কমেছে।
গত দুই বছর মুসলমানদের অন্যতম প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা মানুষ স্বস্তিতে উদযাপন করতে পারেনি করোনা মহামারির কারণে। এবারো ঈদুল আজহার প্রাক্কালে বাংলাদেশে করোনা আবার বাড়তে শুরু করেছে। সংক্রমণ ও মৃত্যুর হার-দুটিই বাড়ছে। এমন এক পরিস্থিতিতেও ঈদ উৎসব ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই ঘরে ঘরে। এই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সবখানে। ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।