অমরনাথ তীর্থ যাত্রায় গিয়ে আটকে রয়েছেন কেশিয়াড়ি ও দাঁতনের ১০ জন তীর্থযাত্রী

author-image
Harmeet
New Update
অমরনাথ তীর্থ যাত্রায় গিয়ে আটকে রয়েছেন কেশিয়াড়ি ও দাঁতনের ১০ জন তীর্থযাত্রী

দিগ্বিজয় মাহালিঃ দুর্গম অমরনাথ তীর্থ যাত্রায় গিয়ে অমরনাথের কিছুটা দূরে পঞ্চতরণীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে আটকে পড়লেন কেশিয়াড়ি ও দাঁতনের মোট ১০ জন তীর্থযাত্রী। আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার কার্যে জোর তৎপরতার সঙ্গে শুরু করেছে সেনা বাহিনীর হেলিকপ্টার । এদিকে এই খবরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কেশিয়াড়ি এবং দাঁতন এলাকায়। উল্লেখ্য, দাঁতন থেকে সন্দীপ পাল, কেশিয়াড়ি থেকে সৃজন ঘোষ, বিষ্ণুপদ সাহু, দুলাল দাস, জগদীশ জানা, তরুণ হাতি , সুভাষ দত্ত , সিদ্ধার্থ সাহু , গদাধর সিং সর্দার সহ মোট ১০ জনের একটি টিম অমরনাথ যাত্রার লক্ষ্যে  গত ২ জুলাই পুরুষোত্তম এক্সপ্রেস ধরে প্রথমে দিল্লি পরে সেখান থেকে স্বরাজ এক্সপ্রেস ধরে জম্মু হয়ে চন্দনবাড়ি থেকে হাঁটা পথ শুরু করে শুক্রবার পঞ্চতরণীতে রাত ৮ টা নাগাদ পৌঁছায়। সেখান থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অমরনাথ গুহা, কিন্তু হঠাৎ মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপদে পড়েন তীর্থযাত্রীরা। জানা গিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এখনো পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন প্রায় ৫০জন এবং নিখোঁজ রয়েছে ৪০ জন। তবে কেশিয়াড়ি এবং দাঁতনের তীর্থ যাত্রীরা এখনও পর্যন্ত সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। পঞ্চতরণীতে যারা আটকে রয়েছে তাদের উদ্ধার করার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার একে একে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।