হরি ঘোষঃ দামোদর নদীর ডেজিং এর কাজে লেগেছে এক বেসরকারি সংস্থা। সেই সংস্থার অভিযোগ স্থানীয় গ্রামের বাসিন্দারা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা হিসাবে চাইছে। এই মর্মে তারা এক লিখিত অভিযোগ করেছে আসানসোলের হিরাপুর থানায়। তাদের অভিযোগ তাদের কোম্পানির কর্মীদের মারধর করছে ওই গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত কালা ঝরিয়া গ্রামের কাছে। যদিও স্থানীয় গ্রামের বাসিন্দারা জানান, তারা কেউ টাকা চাননি, মিথ্যা অভিযোগ দিচ্ছে ওই কোম্পানির লোকজন। গ্রামবাসীদের পাল্টা অভিযোগ ডেজিং এর নাম করে নদী থেকে রাতের অন্ধকারে বালি তুলে পাচার করা হচ্ছে। তারই প্রতিবাদ গ্রামের মানুষজন করেছে। কারণ এখন নদী থেকে বালি তোলা নিষেধ। সেই থেকেই গ্রামের বাসিন্দাদের সঙ্গে ওই কোম্পানির কর্মীদের বিবাদ বাদে, যা থানা পর্যন্ত গড়ায়। এই ঘটনার পরে এলাকায় চাপা উত্তেজনাও রয়েছে। শোনা যাচ্ছে ঘটনার জেরে কোম্পানির কয়েকজন কর্মী ভয়ে নাকি পালিয়ে গিয়েছে। এখন দেখার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়।