ট্রাক ও মিল মালিকপক্ষের বিবাদ, রেশন দোকানে গেলো না পিডিএস এর আনাজ

author-image
Harmeet
New Update
ট্রাক ও মিল মালিকপক্ষের বিবাদ, রেশন দোকানে গেলো না পিডিএস এর আনাজ

হরি ঘোষঃ ট্রাক মালিকপক্ষ ও মিল মালিকপক্ষের বিবাদে জেরে প্রায় দুমাস ধরে পরিবহন বন্ধ কুলটির সীতারামপুর এফসিআই গোডাউনের। যার ফলে পূর্ব বর্ধমান জেলার রেশন দোকানে গেলো না পিডিএস এর আনাজ। আসানসোল সীতারামপুরের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন পিডিএস এর গম তুলতে আসা ট্রাকগুলিকে পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে দেয় বলে অভিযোগ।  পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিবিউটর এর সঙ্গে ভাড়া নিয়ে বিবাদের জেরেই শুরু হয়েছে এই গোলমাল। এই অ্যাসোসিয়েশনের গোলমালের পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব বলে অভিযোগ। যদি এই ভাবেই সমস্যা চলতে থাকে তাহলে পূর্ব বর্ধমান জেলার সাধারণ মানুষ তাদের প্রাপ্য পিডিএস এর গম পাবে না। প্রায় দুমাস যাবত চলছে এরকমই ঝামেলা। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বন্ধ হয়ে যেতে পারে সিতারামপুরের এফসিআই গোডাউন। সেক্ষেত্রে কর্মহীন হয়ে পড়বে ৩৫০ জন শ্রমিক। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতা অভিজিৎ ঘটক দাবি করেন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে তাদের সরাসরি কোন যোগ নেই। তিনি বলেন, “ট্রাকের মালিক যারা রয়েছে তারা ভাড়া বৃদ্ধি করার কথা বলছেন। মিল মালিকপক্ষ ও ট্রাক মালিকপক্ষের মধ্যে আলোচনা হয়েছে, ভাড়া নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে সমস্যা মিটেছে আগামী সোমবার থেকে পরিবহনে কাজ শুরু হবে”। ইতিমধ্যেই দুই জেলার জেলাশাসক পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সমস্ত বিষয় জানিয়ে চিঠি দিয়েছেন পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিবিউটাররা। এই টানা পড়েন চলতে থাকলে সিতারামপুর এফসিআই গোডাউন বন্ধ হয়ে যেতে পারে এটা যেমন একদিকে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার সাধারণ মানুষ এই মাসে তাদের প্রাপ্য গম কিভাবে পাবে সেই প্রশ্নও উঠছে। আর এই জিনিস চলতে থাকলে সীতারামপুর গোডাউনে কর্তব্যরত প্রায় ৩৫০ শ্রমিক ও ট্রাক মালিকেরা বেকার হয়ে যাবে।