দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : দুয়ারে রেশনের পরিবর্তে রেশন ডিলারের বাড়ি থেকেই দেওয়া হচ্ছে রেশন। মানা হচ্ছে না সরকারি বিধি। রেশন ডিলারের বিরুদ্ধে চরম ক্ষোভে ফুঁসছে রেশন গ্রাহকরা।এমনই অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের শ্রীনগরের রেশন ডিলার শক্তি চৌধুরীর বিরুদ্ধে। রেশন গ্রাহকদের অভিযোগ, রেশন ডিলার শক্তি চৌধুরী বেশ কয়েক মাস ধরে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করে দিয়েছেন। প্রকল্প শুরু হওয়ার সময় কয়েকদিন দিয়েছিলেন দুয়ারে রেশন, তারপরে তিনি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন দুয়ারে রেশন। এমনই ক্ষোভের কথা শোনালেন রেশন আনতে আসা মানুষেরা। ক্যামেরার সামনে রেশন ডিলারের ভয়ে অনেকে মুখ না খুললেও বেশ কিছু রেশন গ্রাহক রেশন ডিলারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন।
তাদের দাবি, সরকারি নিয়ম আছে কিন্তু রেশন ডিলার পালন করছে না, রেশন ডিলারকে বলেও কোন কাজের কাজ কিছুই হয়নি। অনেক দুর থেকে সময় নষ্ট করে রেশন ডিলারের দোকানে লাইন দিয়ে রেশন নিয়ে ফিরতে হচ্ছে তাদের। যদিও রেশন ডিলারের সাফ কথা,তার মেয়ের বিয়ে দিয়ে ছিলেন, প্রায় তিন মাস আগে সে মারা গিয়েছে, তাই মন ভালো না থাকার কারণে দুয়ারে রেশন কয়েক দিন বন্ধ আছে। দ্রুত চালু হয়ে যাবে।এবিষয়ে চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, সরকারী নিয়ম অনুযায়ী দুয়ারে রেশন সকল ডিলারকে দিতে হবে।কেউ যদি এই নিয়ম না মানে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে,খাদ্য দফতরকে বিষয়টি দেখতে বলা হয়েছে।