হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লী দুর্গাপুজোর খুঁটি পুজো হলো শনিবার। এবার তাদের পুজো ৬২ তম বর্ষে পদার্পণ করল। পুজোর থিম বিশ্ব স্রষ্টার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি মাটি। এ বছরে নতুনত্ব থিম মাটি, পুজো উদ্যোক্তা দেবাশীষ তা বলেন, এবছরের পুজোর থিম মানুষের নজর কাড়বে।
প্রতিবছরের মত এ বছরেও দর্শনার্থীদের ভিড় সামলাতে দড়ির ব্যবস্থা করা হয়েছে পুজোয়।