উল্টো রথে অন্য রকম সাজে ৩০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

author-image
Harmeet
New Update
উল্টো রথে অন্য রকম সাজে ৩০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : আট দিন মাসির বাড়িতে কাটিয়ে অবশেষে গন্তব্যস্থলে রওনা দিয়েছে জগন্নাথ দেবের রথ। মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির এলাকায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রায়, যথেষ্ট উৎসাহী থাকে ভক্তরা। প্রত্যেক বছর এই রথযাত্রাকে ঘিরে চরম উন্মাদনা লক্ষ্য করা যায়, তবে যেহেতু এই ৩০০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী রথযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, তার জন্য যাতে কারো কোনো অসুবিধা না হয় সর্বদাই তৎপর রয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রথযাত্রার কমিটি। 



সেই সঙ্গে রথের পেছনে চিরাচরিত রীতি মেনে দীর্ঘ ১৫ বছর ধরে দুই ভাই লব কুশ রথযাত্রার উৎসবে হেঁটে চলেন মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির পর্যন্ত। তারা জানিয়েছেন, মায়ের নির্দেশ মেনেই ছোট্টবেলা থেকেই রথে চড়তেন এবং যখন তারা বুঝতে পারে এই রীতিটি সারা জীবন মাতৃ নির্দেশে পালন করতে হবে, তাই কিছুটা সময় রথে চড়ে আবার রথের পিছনে নেমে রামায়ণের লব কুশ বেশ ধারণ করে মানুষের সাথে হেঁটে চলা।