দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর শহর তথা জেলার অন্যতম পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন "দিশারী ফাউন্ডেশন"। একাধিক মেধাবী ছাত্রদের নিয়ে তৈরি এই স্বেচ্ছাসেবী সংগঠন পথচলা শুরু করেছিল ২০১৭ সালে। বিভিন্ন সময় বিভিন্ন সমাজসেবা মূলক কর্মে জড়িত ঐতিহাসিক মেদিনীপুর শহরের এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শহরের অশোক নগর চক এ একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া জেলার খামারবেড়িয়া গ্রামের বাসিন্দা ৬ বছরের শিশু (প্রথম শ্রেণীর ছাত্র) ক্যান্সার আক্রান্ত অপূর্ব চৌধুরীর বাবার হাতে প্রায় লক্ষাধিক টাকার আর্থিক অনুদান তুলে দিয়ে এই দুঃস্থ শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন।
এই স্বেচ্ছাসেবী সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য শেখ ইসমাইল ও অঞ্জন ঘোষ জানান, 'আমরা বিগত দিনেও বিভিন্ন সমাজসেবামূলক কর্মে জড়িত ছিলাম ও আগামীদিনেও থাকব। ক্যান্সার আক্রান্ত এই ক্ষুদে শিশুটির ব্যাপারে আমরা খবর পেয়ে অর্থ সাহায্যের জন্য পথে নামি। কিছু সহৃদয় ব্যক্তির সাহায্যার্থে আজ এই শিশুর চিকিৎসার জন্য তার পরিবারের হাতে সামান্য কিছু আর্থিক অনুদান আমরা তুলে দিতে পেরে আনন্দিত। আশা করি এই ক্ষুদে শিশুটি খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। ''আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় সৌমেন খাঁন মহাশয়,শহরের বিশিষ্ট ফুটবলপ্রেমী তথা সমাজসেবী আবির লাল আগরওয়াল, সুনীতি কুমার শিট।