নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে কয়েকমাস আগেই দেশ জুড়ে চলমান বিক্ষোভ ও বিরোধীদের চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাক্সা।
শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে। শনিবার ফের উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্সার বিরোদ্ধে বিক্ষোভে সামিল হয়ে লক্ষ লক্ষ মানুষ শ্রীলঙ্কার রাজপথে নেমেছেন।
এই পরিস্থিতিতে এবার পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করলেন রনিল বিক্রমাসিংহে। শনিবার বিক্ষোভের জেরে দলনেতাদের সঙ্গে বৈঠক করে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গড়ার পক্ষে ইচ্ছা প্রকাশ করেন।