নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে কয়েকমাস আগেই বিরোধী দলনেতা সজিথ প্রেমাদাসা তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা গোটাবায়ার পদত্যাগের দাবি তোলেন।
দেশ জুড়ে চলমান বিক্ষোভ ও বিরোধীদের চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন মাহিন্দ্রা রাজাপাক্সা। শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে।
শনিবার ফের উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্সার বিরোদ্ধে বিক্ষোভে সামিল হয়ে লক্ষ লক্ষ মানুষ শ্রীলঙ্কার রাজপথে নেমেছেন। এই পরিস্থিতিতে এবার ফের রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্সা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবি তুললেন বিরোধী দলনেতা সজিথ প্রেমাদাসা।