রোগী রেফার নিয়ে ক্ষুব্ধ হুমায়ুন কবীর

author-image
Harmeet
New Update
রোগী রেফার নিয়ে ক্ষুব্ধ হুমায়ুন কবীর

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রোগীদের হঠাৎ করেই কেন রেফার? ক্ষুব্ধ মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর।ডেবরা রোগী কল্যান সমিতির চেয়ারম্যান হওয়ার পর ডেবরা সুপার স্পেশালিটি ও ডেবরা গ্রামীন হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মীদের নিয়ে ম্যারাথন বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। এদিন তিনি ডেবরা গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ তথা সুপারকে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। রেফার নিয়ে তিনি হুঁশিয়ারি দেন ডাক্তারদের।




 চারদিন ডিউটিতে থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি দ্রুততার সঙ্গে ক্যান্টিন, শৌচালয়, রোগীর আত্মীয়দের থাকার ব্যাবস্থা ও পানীয় জলের ব্যাবস্থা করার কথা দেন। এবং দ্রুত এই কাজ গুলি হবে বলে জানান ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ও ডেবরা রোগী কল্যান সমিতির চেয়ারম্যান ডঃ হুমায়ুন কবীর।