নিজস্ব সংবাদদাতাঃ উত্তরবঙ্গে অ্যাসিড পোকার আক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। বাড়ছে আতঙ্ক। এর মধ্যেই হল বিপত্তি। এবার অ্যাসিড পোকার কামড় খেল এক শিশু। আতঙ্কে সেই পোকা ধরে নিয়ে হাসপাতালে ছুটলেন মা-বাবা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের টেনহরি গ্রামের ঘটনা। জানা গিয়েছে, সেখানে দশ মাসের শিশুকে কামড়ে দেয় নাইরোবি ফ্লাই বা অ্যাসিড পোকা। পরিবার সূত্রে খবর, দশ মাসের ওই শিশুটি ঘরের মধ্যেই ছিল। কিন্তু আচমকা শিশুটির পেটে কামড়ে দেয় পোকাটি। বাচ্চাটির চিৎকারে ছুটে আসেন তাঁর মা। শিশুর পেট থেকে সেটি ছাড়াতে গেলে মায়ের হাতেও কামড়ে দেয় সেটি।
এরপর শিশুটির বাবা পোকাটিকে একটি ছোট প্লাস্টিকের কৌটোয় ভরে সোজা রায়গঞ্জ মেডিকেলে চলে যান। জরুরি বিভাগে চিকিৎসা করানো হয় শিশুটির। চিকিৎসকও পোকাটিকে নাইরোবি ফ্লাই বলে সনাক্ত করেন। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।