জেরায় চাঞ্চল্যকর দাবি শিনজো খুনে ধৃত আততায়ীর

author-image
Harmeet
New Update
জেরায় চাঞ্চল্যকর দাবি শিনজো খুনে ধৃত আততায়ীর

নিজস্ব সংবাদদাতাঃ প্রাথমিক ভাবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে খুন করতে চাননি তিনি। একটি ধর্মীয় সংগঠনের নেতা ছিলেন তাঁর আসল লক্ষ্য। পুলিশি জেরায় এমনটাই দাবি করেছেন লিবারাল ডেমোক্র্যাট পার্টির নেতা শিনজো খুনে ধৃত আততায়ী তেৎসুয়া ইয়ামাগামি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দু’বার গুলি করার পরেও ঘটনাস্থল থেকে পালানোর কোনও রকম চেষ্টা করেননি তেৎসুয়া। ওখানেই দাঁড়িয়েছিলেন তিনি। যার ফলে তাঁকে গ্রেফতার করতে বিশেষ বেগ পেতে হয়নি পুলিশকে। তেৎসুয়া পুলিশকে জানিয়েছেন, তিনি আসলে এক ধর্মীয় সংগঠনের নেতাকে খুন করতে চেয়েছিলেন। তাঁর দাবি, ওই নেতা তাঁর মায়ের সঙ্গে প্রতারণা করেছেন।


জানা গেছে, পুলিশি জেরায় তেৎসুয়ার দাবি, শিনজোই ওই ধর্মীয় সংগঠনকে প্রচারের আলোয় নিয়ে এসেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছেন তিনি।