নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার অশান্ত হয়ে উঠল শ্রীলঙ্কা। এবার পালিয়ে গেলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষ। জানা গিয়েছে, আর্থিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা বাসভবনটি প্রেসিডেন্টের বাসভবন ঘিরে রেখেছে।
বিক্ষোভকারীদের একটাই দাবি, রাজাপক্ষকে গ্রেফতার করতে হবে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে কলম্বো শহরে রাষ্ট্রপতি ভবনের সামনে শুন্যে কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। দফায় দফায় চালানো হচ্ছে জলকামান।