দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর সদরে হাতির হানায় ভাঙল বাড়ি। পশ্চিম মেদিনীপুরে খাবারের খোঁজে হানা দলমার দাঁতালদের। সন্ধ্যা হলেই হাতির তাণ্ডবের আতঙ্কে দিন কাটছে জঙ্গলমহলবাসীর। বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রামে পুকুরিয়া এলাকায় হাতির তাণ্ডবের পর এবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকে বাড়ির দেওয়াল ও অ্যাসবেসটস ভেঙে চাল বের করে খেয়ে নেয় হাতির পাল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে, নয়াগ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, একটি হাতি জঙ্গলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল বিকেল থেকে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঐরাবত গাড়ি নিয়ে জঙ্গলের বিভিন্ন এলাকায় নজরদারিও চালিয়েছিলেন। কিন্তু তাদের চোখ এড়িয়ে শুক্রবার রাত দশটা নাগাদ হাতি পৌঁছে যায় নয়াগ্রাম এলাকায়। সেখানে নৃপেন নায়েক নামে এক ব্যক্তির বাড়ির মাটির দেওয়াল ভেঙে বস্তা ভর্তি চাল বের করে খেয়ে ফেলে। নৃপেনবাবুর স্ত্রী বিশাখা নায়েক জানান, 'খাওয়া-দাওয়া শেষে ঘুমোতে গিয়েছি। সেই সময় হঠাৎ দেওয়াল ভাঙার শব্দ শুনতে পাই। জানালা দিয়ে দেখি হাতি দেওয়াল ও ছাউনির অ্যাসবেসটস ভাঙছে। তারপর ভেতরে থাকা চালের বস্তা বের করে খেয়ে ফেলেছে। পরে স্থানীয় বাসিন্দা এবং বন কর্মীরা এসে হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে ফেরত পাঠায়।' বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, হাতিটিকে অন্যত্র সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।