নিজস্ব সংবাদদাতাঃ টোকিও থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে নারা শহরে এক নির্বাচনী পথসভায় বক্তৃতা রাখার সময় গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তারপর অত্যন্ত গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টার পরেও শেষ অবধি আবেকে বাঁচানো সম্ভব হয়নি। আজ, শনিবার সকালে শিনজো আবের মরদেহ টোকিওতে আনা হয়। জানা গেছে, আগামী তিন দিন তাঁর মরদেহ শায়িত থাকবে অনুগামীদের শ্রদ্ধার জন্য। এরপর মঙ্গলবার, ১২ জুলাই শিনজো আবের শেষকৃত্য সম্পন্ন হবে। গোটা জাপান জুড়ে চলছে রাষ্ট্রীয় শোক।