শিনজো আবে হত্যায় ৯০ সদস্যের টাস্ক ফোর্স গঠন

author-image
Harmeet
New Update
শিনজো আবে হত্যায় ৯০ সদস্যের টাস্ক ফোর্স গঠন

নিজস্ব সংবাদদাতাঃ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা জাপান। কী করে এমনটা হয়ে গেল তা ভাবতে গিয়ে এখনও দিশাহারা সূর্যোদয়ের দেশে। গত বছর টোকিও অলিম্পিক সফলভাবে আয়োজন করে গোটা দুনিয়ার প্রিয় হয়ে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো। আধুনিক জাপান গড়ার পিছনেও তাঁর অবদান অনেক। সেই শিনজো আবে গতকাল আততায়ীর গুলিতে প্রাণ হারান। শিনজো আবের হত্যার ঘটনায় ৯০ জনের বিশেষ টাস্ক ফোর্স গঠন করল জাপান সরকার।

৯০ জনের টাস্ক ফোর্সে আছেন দেশের গোয়ান্দা, পুলিশকর্তারা। তারা সব দিক থেকে খতিয়ে দেখছেন কীভাবে এত বড় একটা ঘটনা ঘটল। আবের নিরাপত্তায় কোথায় খামতি ছিল তা আগামী কয়েকদিনের মধ্যেই রিপোর্ট জমা পড়বে। দেশের সব ভিআইপি, ভিভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।