দিগ্বিজয় মাহালী, তমলুক : বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম দীপ ঘড়া, বয়স ১৮ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুর বিয়েতে এক বাইকে করে তিন যুবক দ্রুতগতিতে গ্রামীণ রাস্তা দিয়ে যাওয়ার সময় তমলুক থানার নীলকুন্ঠ্যা অঞ্চলের উত্তর হরশংকর গ্রামের রাস্তার ধারে একটি ইলেকট্রিক পোস্টে বাইকটি দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ভেঙে পড়ে যায় ওই ইলেকট্রিক পোস্ট।
দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয় তিন যুবক। দুই যুবকের চোট গুরুতর হওয়ায় স্থানীয় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে তাদের ভর্তি করা হয়। দীপ ঘড়াকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।