ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেপ্তার

author-image
Harmeet
New Update
ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতাঃ ক্যানিংয়ে তিন তৃণমূল কংগ্রেস নেতার হত্যাকাণ্ডে প্রথম গ্রেপ্তার। পুলিশের জালে ধরা পড়ল আফতাবউদ্দিন শেখ। শুক্রবার রাতে কুলতলি থেকে তাকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে তোলা হবে আফতাবউদ্দিনকে। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনার দিন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য স্বপন মাঝির গতিবিধি সংক্রান্ত খবর খুনিদের কাছে পৌঁছে দিয়েছিল আফতাবউদ্দিন। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা তদন্তকারীদের। আফতাবউদ্দিনকে জেরা করে অন্যান্য অভিযুক্তদের সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছে পুলিশ। নিহত স্বপন মাঝির দাদা মধু মাঝি ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রফিকুল সর্দার, জালালউদ্দিন আখন্দ, বশির শেখ, বাপি মণ্ডল, এবায়দুল্লাহ মণ্ডল ও আলি হোসেন লস্করের নাম রয়েছে এফআইআরে। ওই ছ’জনকে পাকড়াও করতে পারেনি পুলিশ।