নিজস্ব সংবাদদাতাঃ অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টির জেরে একের পর এক মৃত্যুর খবর মিলছে। মেঘভাঙা বৃৃষ্টির জেরে শনিবার সকালেও ৬ জনকে উদ্ধার করা হয়েছে। নীলাগ্রার হেলিপ্যাডে তৈরি রাখা হয়েছে মেডিকেল টিম। ওই এলাকার আর কোথাও কোনও তীর্থযাত্রী আটকে রয়েছেন কিনা, সে বিষয়ে আকাশ পথে খোঁজ শুরু করেছে বায়ুসেনা। আইটিবিপির জওয়ানরা এক নাগাড়ে উদ্ধার কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই ১৫০০ মানুষকে অমরনাথের গুহার আশপাশের অঞ্চল থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। মেঘভাঙা বৃষ্টির জেরে এই মুহূর্তে বেশ কিছুদিন বন্ধ রাখা হচ্ছে অমরনাথ যাত্রা। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নোটিশ জারি করে ফের চালু করা হবে অমরনাথ যাত্রা।