নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় বংশোদ্ভূত উজ্জ্বল এবং ক্যারিশম্যাটিক ব্রিটিশ নেতা ঋষি সুনাক পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য কনজারভেটিভ পার্টির নেতৃত্বের মধ্যে নিজের নাম ঘোষণা করে দিয়েছেন। রাজকোষের প্রাক্তন চ্যান্সেলর, ঋষি, যিনি ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই, জনসনের উত্তরসূরি হওয়ার জন্য তিনটি প্রিয় ব্যক্তির মধ্যে একজন বলে মনে করা হয়। সরকার ও দলের মধ্যে ব্যাপক বিদ্রোহের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। ঋষি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও দিয়ে তার প্রচারাভিযানটি প্রকাশ করেছেন। ঋষি নিজের জন্য যে প্রচার কর্মসূচি শুরু করেছেন তার নাম দিয়েছেন ‘রেডি ফর ঋষি’। সেখানে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। তাতে দেশের জন্য কী করতে চান, তার পাশাপাশি রয়েছে ঋষির মা-বাবার কথা। তাঁদের লড়াইয়ের কথা। ঋষির বড় হয়ে ওঠার কথা।