নিজস্ব সংবাদদাতাঃ একাধিক শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ৪ হাজার ৪০০ কোটি (৪৪ বিলিয়ন) ডলারে টুইটার কেনার চুক্তি বাতিল চেয়েছেন ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তি গত এপ্রিলে টুইটার কেনার সিদ্ধান্ত নেওয়ার পর শুরু হয় জল্পনা। এই ঘোষণায় সেই জল্পনা নতুন মোড় নিয়েছে। মাস্ক বলেছেন তার পেছনে হটে যাওয়ার কারণ টুইটার তাদের প্লাটফর্মে থাকা স্প্যাম ও ফেইক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হয়েছে। তবে টুইটার বলেছে, চুক্তি বাস্তবায়নে আইনি পথে হাঁটার পরিকল্পনা করছে তারা।
টুইটার চেয়ারম্যান ব্রেট টেইলর এক টুইট বার্তায় লিখেছেন, ‘টুইটার বোর্ড মাস্কের সঙ্গে সম্মত হওয়া মূল্য এবং শর্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’। এর ফলে উভয়পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদে আইনি লড়াই শুরু হতে যাচ্ছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। এদিকে, ইলন মাস্কের টুইটার চুক্তি থেকে সরে আসার ঘোষণা হতেই টুইটারের শেয়ারে ব্যাপক পতন হয়েছে। প্রায় ৭ শতাংশ পতন হয়েছে সংস্থার শেয়ার দরে।