বাংলাদেশে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা

author-image
Harmeet
New Update
বাংলাদেশে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে সনাতন ধর্মালম্বীরা। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা শেষ হয় স্বামীবাগ ইসকন মন্দিরে। এ আনন্দ আয়োজন নির্বিঘ্ন করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছিলো ঢাকা মহানগর পুলিশ।  রথোপরি বামন বা জগন্নাথকে দেখতে পেলে জীবের আর পুনর্জন্ম হয় না-শাস্ত্রমতে এমন বিশ্বাসকে মনে ধারণ করে রথযাত্রা তিথি উদযাপনে অংশ নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। উল্টো রথযাত্রা ঢাকা ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী মোড়-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-রমনা চত্বর-দোয়েল চত্বর-হাই কোর্ট মাজার গেট মোড়-সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ সদরদপ্তর-গোলাপ শাহ মাজার হয়ে গুলিস্তান-রাজউক ক্রসিং-বক চত্বর-শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-হাটখোলা মোড়-রাজধানী মার্কেট ক্রসিং বামে মোড়-দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড ক্রসিং ডানে মোড়-ইসকন মন্দির হয়ে স্বামীবাগে শেষ হয়। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। এর ৮ দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। সেই হিসেবে গত শুক্রবার রথযাত্রায় শুরু হয় এ উৎসব, আর একাদশী তিথিতে হচ্ছে প্রত্যাবর্তন। অর্থাৎ রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়, ৮ দিন পরে আবার সেখানেই ফিরিয়ে আনা হয়। একে বলে ‘উল্টো রথ’। এবারের ‘উল্টো রথযাত্রা’ ৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাকায় একদিন আগেই ৮ জুলাই শুক্রবার তা শেষ হয়েছে।