হরি ঘোষ, দুর্গাপুর : 'মেডিকেল কার্ডে বারকোড বসিয়ে কঙ্কালের ওপর অলংকার বসানোর চেষ্টা করছে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ', এই অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদে শুক্রবার বিকেলে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের সামনেই বিক্ষোভ শুরু করল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি। কংগ্রেস শ্রমিক সংগঠনের অভিযোগ দুর্গাপুর ইস্পাত হাসপাতালের অবস্থা বেহাল, তারই মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ দুর্গাপুর ইস্পাত হাসপাতালে গ্রাহকদের বিপাকে ফেলার পরিকল্পনা করছে।
ইস্পাত হাসপাতালের মেডিকেল কার্ডে বারকোড বসানোর পরিকল্পনা নিয়েছে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। কংগ্রেস শ্রমিক সংগঠন দাবি করে যে অবিলম্বে দুর্গাপুরের ইস্পাত হাসপাতালের চেহারা আগের মতো ফিরিয়ে আনতে হবে। ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবা সচল রাখতে হবে। এছাড়াও আরো একাধিক দাবি-দাওয়া রাখেন কংগ্রেস কর্মীরা। অবিলম্বে তাদের দাবিদাওয়াগুলি পূরণ না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তারা।