হরি ঘোষ, আসানসোল : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ফের সিবিআই আদালতে তোলা হল। গত ১৪ দিনের জেল হেফাজতের পর শুক্রবার সায়গল হোসেনকে ফের আসানসোল সিবিআই আদালতে তোলা হয়। দীর্ঘক্ষণ শুনানির পর আসানসোল সিবিআই কোর্টের আদালতের বিচারক সায়গল হোসেনকে পুনরায় জেল হেফাজতেই পাঠালেন। ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তাকে।
সায়গলের আইনজীবি অনির্বান গুহঠাকুরতা জানিয়েছেন যে এই মামলায় বিএসএফ জওয়ান, এমনকি কাস্টমস অফিসার সহ কেন্দ্রীয় সরকারের প্রচুর সরকারি আধিকারিকরা অভিযুক্ত। কিন্তু একজন বিএসএফ আধিকারিক ছাড়া আর কাউকেই এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। অন্যদিকে যে বিএসএফ আধিকারিককে গ্রেফতার করা হয়েছিল তিনি জামিন পেয়েছেন। সুতরাং এক্ষেত্রে শুধুমাত্র রাজ্য সরকারের একজন কর্মচারীকে এইভাবে গ্রেফতার করে করা হয়েছে কেন সেই বিষয়ে প্রশ্ন ওঠে সিবিআই আদালতে শুনানির সময়।