নিজস্ব প্রতিনিধি-শুক্রবার সকাল ১১ নাগাদ পশ্চিম জাপানের নারা শহরে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে।তারপরে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
চিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।ওনার মৃত্যুতে জাপান সহ শোকাহত গোটা ভারতবর্ষ।ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা, সেই সঙ্গে শোক প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।"জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার খবরে গভীরভাবে শোকাহত।তিনি ছিলেন ভারতের প্রকৃত বন্ধু।তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার এবং জাপানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।" টুইটে লেখেন মুখ্যমন্ত্রী।