নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। ভাঙলো একাধিক বাড়ি। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার রাত্রে খাবারে সন্ধানে গ্রামে ঢুকে তাণ্ডব চালায় ১৩ টি হাতির দল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের বড় পিপড়ি এলাকায়। আবার ঝাড়গ্রাম ব্লকের বাঁদর ভোলা এলাকায় চল্লিশটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। যেকোনো সময় ওই হাতির দল খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
গতকাল রাতে খাবারে সন্ধানে ১৩ টি হাতির দল হঠাৎ বড়পিপড়ি গ্রামে ঢুকে গুনা মাহাতোর বাড়ি ভেঙে দেয়। সেই সময় স্থানীয়রা হাতি গুলিকে তাড়া করলে পুকুরিয়া বীটের পাঁচামি গ্রামের দিকে চলে যায়। আবার সেই গ্রামে গিয়ে ১৩ টি হাতির দল রাজু মুর্মুর বাড়ি ভেঙ্গে দেয়। স্থানীয়রা হাতিগুলিকে তাড়ানোর ফলে পুকুরিয়া বিটের মাসাং ডিহির জঙ্গলে দিকে চলে যায়। যার ফলে কার্যত ওই এলাকার বাসিন্দাদের গৃহবন্দী অবস্থায় দিন কাটাতে হচ্ছে। সেই সঙ্গে ঝাড়গ্রাম ব্লকের বাঁদর ভোলা এলাকায় চল্লিশটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। যেকোনো সময় ওই হাতির দল খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, বিনপুর, জামবনি, লালগড় থানা এলাকায় হাতির দল বেপরোয়া ভাবে তান্ডব শুরু করেছে। বন দফতরের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রায় শতাধিক হাতির দল তাণ্ডব চালিয়ে যাচ্ছে। যার ফলে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রাম গুলির বাসিন্দারা।