আবের প্রতি ‘অসন্তুষ্ট’ ছিলেন হামলাকারী

author-image
Harmeet
New Update
আবের প্রতি ‘অসন্তুষ্ট’ ছিলেন হামলাকারী

নিজস্ব সংবাদদাতাঃ রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারী পুরুষ আবের প্রতি অসন্তুষ্ট ছিলেন আর তাকে খুন করতে চেয়েছিলেন। ৪১ বছর বয়সী হামলাকারী একসময় জাপানের নৌবাহিনীর সমমর্যাদার মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্য ছিলেন। দৃশ্যত হাতে তৈরি বন্দুক নিয়ে আবের ওপর গুলি চালায় হামলাকারী। জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারার একটি রেল স্টেশনের বাইরে নির্বাচনি প্রচারণায় ভাষণ দিচ্ছিলেন শিনজো আবে। ওই সময় দুটি গুলির শব্দ শোনা যায়। এরপরই নিরাপত্তা কর্মকর্তাদের ধূসর টি-শার্ট পরা এক সন্দেহভাজনকে চেপে ধরতে দেখা যায়। আবের গুলিবিদ্ধ অবস্থার একটি ছবিতে দেখা গেছে, তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন আর সাদা শার্টে রক্ত। চারপাশে মানুষ ঘিরে রয়েছে আর একজন তাকে শ্বাস নিতে সহায়তা করছেন। আবের ওপর হামলার ঘটনাকে ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের জনগণ ও সারা বিশ্বের নেতারা এই ঘটনায় হতবাক হয়ে পড়েছেন। জাপানে বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাও বিরল। পুলিশের কাছে তেতসুয়া ইয়ামাগামি নিজের অপরাধ স্বীকার করেছে। সে বলেছে, ‘আমি শিনজো  আবের প্রতি অসন্তুষ্ট ছিলাম। তাই তাঁকে গুলি করতে চেয়েছিলাম। তাঁকে হত্যা করতে চেয়েছিলাম। তবে, তাঁর রাজনৈতিক বিশ্বাসের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই।’