হরি ঘোষ, দুর্গাপুর : প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কবিতীর্থ চুরুলিয়া সহ বিভিন্ন পর্যটন যে স্থলগুলি রয়েছে তার উন্নয়ন প্রয়োজন এবং সেই মতো আজ পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুন প্রসাদ সহ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী এবং প্রশাসনিক অধিকর্তারা চুরুলিয়া পরিদর্শনে গেলেন। তারা চুরুলিয়ায় গিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। আগামী দিনে চুরুলিয়ায় পর্যটন উন্নয়ন এবং কাজী নজরুল ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো বেশি করে প্রচারে আনার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও কাজী নজরুল ইসলামের প্রদর্শনী কক্ষ সহ অন্যান্য সমস্ত বিষয়ের উন্নয়নে বেশি জোর দিয়েছেন জেলা শাসক।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী জানান, 'যে সমস্ত প্রস্তাবগুলি উঠে এসেছে তা হল কাজী নজরুল ইসলামের জন্মভিটেতে যেখানে কবি মেলা অনুষ্ঠিত হয় সেখানে একটি স্থায়ী নির্মাণ করা হবে। পাশাপাশি একটি খোলা মঞ্চ করা হবে। যেখানে ওপেন থিয়েটার করা যায়। কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত যে প্রদর্শনী কক্ষ আছে, যেখানে কবির ব্যবহৃত পোশাক, পান্ডুলিপি, কবির ব্যবহৃত বাদ্যযন্ত্র, পুরস্কার সহ অন্যান্য সমস্ত কিছু রাখা আছে সেগুলি আরো সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হবে। এছাড়াও আশেপাশের গ্রামের উন্নয়ন রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নত করার চেষ্টা করা হবে। পাশাপাশি যে যুব আবাস আছে সেই যুব আবাসেরও সংস্কার করা হবে।' সব মিলিয়ে নতুন করে সাজতে চলেছে কবি নজরুলের গ্রাম চুরুলিয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এই উদ্যোগ নিতে শুরু করেছে জেলা প্রশাসন।