সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে শিলিগুড়ি পৌরনিগম। এক সপ্তাহের জন্য বন্ধ হচ্ছে ফুলেশ্বরী বাজার। পাশাপাশি শহরের প্রতিটি বাজারই সপ্তাহে একদিন করে বন্ধ রেখে স্যানিটাইজ করা হবে। শনিবার পুরনিগমে জেলা প্রশাসনকে নিয়ে বৈঠকের পর পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব একথা জানিয়েছেন। গৌতমবাবু জানান, শিলিগুড়ি শহরে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব মানার ক্ষেত্রে আরও কড়াকড়ি করা হচ্ছে। রাস্তায় বের হলে মাস্ক বাধ্যতামূলক। তবে, ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন গৌতমবাবু। চাহিদার তুলনায় জোগান কম থাকায় সমস্যা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। দ্রুত ভ্যাকসিনের জোগান বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। পৌরনিগমের ১৪ টি ওয়ার্ড জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ছে। এই ১৪টি ওয়ার্ডের জন্য যাতে জলপাইগুড়ি জেলা প্রশাসনও ভ্যাকসিনের বরাদ্দ দেয় তার জন্য জেলাশাসককে বলা হয়েছে।