স্বাধীনতা দিবসের আগে বিশেষ উদ্যোগ রেলের

author-image
Harmeet
New Update
স্বাধীনতা দিবসের আগে বিশেষ উদ্যোগ রেলের

নিজস্ব সংবাদদাতা : ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামকে সম্মান জানাতে ভারতীয় রেলওয়ে ঝাঁসি এবং কলকাতার মধ্যে বিশেষ ট্রেন চালু করেছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে উদযাপিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। তাতে সামিল হয়েছে রেলও। 







চালানো হচ্ছে বিশেষ ট্রেন, যার মধ্যে এন্যতম হল প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস।কলকাতা রেলওয়ে স্টেশন এবং বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়েকে জুড়েছে এই বিশেষ ট্রেনটি।শুক্রবার, ঝাঁসি ট্রেন স্টেশন থেকে ২২১৯৮ প্রথম স্বাধীন সংগ্রাম এক্সপ্রেসটি ছাড়ে যা শনিবার কলকাতায় আসে। এদিকে, রবিবার, প্রথম স্বাধীন সংগ্রাম এক্সপ্রেস কলকাতা থেকে ছেড়ে সোমবার ঝাঁসি স্টেশনে পৌঁছায়।