নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বিজেপি বিরোধী দলগুলির সমবেত পদপ্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা। অন্যদিকে এনডিএ-র পছন্দ দ্রৌপদী মুর্মু। এবার তৃণমূল সাংসদদের চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়ে এই চিঠি লিখেছেন সুকান্ত ও শুভেন্দু অধিকারী। বিজেপির দলীপ প্যাডে সুকান্ত ও শুভেন্দুর স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে তৃণমূল সাংসদদের।