নিজস্ব সংবাদদাতাঃ হাজরা পার্কে হকারদের পুনর্বাসনের জন্য তৈরি নতুন স্টল।পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে ফিরহাদ হাকিম।নবনির্মিত নতুন স্টলের বণ্টন নিয়ে অস্বচ্ছতার অভিযোগ।‘লটারি করে স্টল বণ্টন হয়েছে।কেউ সামনের সারিতে, কেউ পেছনের সারিতে স্টল পেয়েছেন। সবাইকে পছন্দসই স্টল দেওয়া সম্ভব নয়। জানালেন ফিরহাদ হাকিম