নিজস্ব সংবাদদাতাঃ এবার মহার্ঘ হবে বিদ্যুৎও। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী। তিনি জানিয়েছে, এখন জনগণকে প্রস্তুত থাকতে হবে, কারণ তাদের বিদ্যুতের বিল আরও বেশি আসতে পারে। তবে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে বলা হচ্ছে, ইউনিট প্রতি বিদ্যুতের বিল ১ টাকারও কম বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং জানিয়েছেন, ব্ল্যাকআউট এড়াতে বিদ্যুৎকেন্দ্রগুলিকে ১০ শতাংশ আমদানি করা কয়লা মিশিয়ে দিতে বলা হয়েছে। এতে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৬০-৭০ পয়সা বাড়বে। আর কে সিং বলেন, দেশীয় কয়লা সরবরাহ বিদ্যুৎ সংস্থাগুলির চাহিদা পূরণ করছে না বলে বিদ্যুতের ঘাটতি এড়াতে এটি করতে হবে।