বর্ধমানে বিষ মদ খেয়ে মৃত ৪, তদন্তে পুলিশ

author-image
Harmeet
New Update
বর্ধমানে বিষ মদ খেয়ে মৃত ৪, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব বর্ধমানে মদে বিষক্রিয়ায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে চার। মৃতদের নাম শেখ সুরবতি (৩৪), শেখ হালিম (৪৩), চিন্ময় দে (৩৮) ও গৌতম দে(৪২)। বৃহস্পতিবার রাতেই মদে বিষক্রিয়ায় শহরে দু’জনের মৃত্যু হয়। ঘটনার খবর ছড়াতেই রাত থেকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কিছু অবৈধ মদ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। 

                              

তবে সরাসরি পুলিশের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, খোদ বর্ধমান শহরের বুকে জি টি রোডের ধারেই একটি খাবারের হোটেলে অবৈধভাবে মদ বিক্রি হয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিষয়টি আগেও একাধিকবার পুলিশকে জানিয়েছেন তাঁরা। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁরা অসুস্থ ও যাঁদের মৃত্য়ু হয়েছে, তাঁরা প্রত্যেকেই সর্বমঙ্গলা পাড়ার বাসিন্দারা।