নিজস্ব সংবাদদাতাঃ করোনার রেশ কাটতে না কাটতে এবার ফের সংক্রমণ ঘটাল মারবার্গ নামে একটি নয়া ভাইরাস। ঘানায় এই নয়া ভাইরাস মারবার্গে সংক্রমিত ২ জন। ইবোলার মত সংক্রমণ এবং মারণ ক্ষমতা সম্পন্ন এই ভাইরাস ছড়ালে বহু মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ঘানায় ২ ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা মারবার্গ নামে এই ভাইরাসে আক্রান্ত। হু-এর তরফে জানানো হয়েছে, ঘানায় নতুন করে ভাইরাসের সংক্রমণ হচ্ছে। এমন আশঙ্কা প্রকাশ করতেই সেখানে পরীক্ষা চালানো হয়। এরপরই জানা যায়, সেখানকার ২ ব্যক্তি মারবার্গে আক্রান্ত।
ঘানার দক্ষিণ প্রান্তে যে ২ ব্যক্তি মারবার্গ ভাইরাসে আক্রান্ত, তাঁদের শরীরে একাধিক উপসর্গের সন্ধান মিলেছে। যার মধ্যে রয়েছে, ডায়রিয়া, জ্বর, বমির মত একাধিক উপসর্গ। তবে এই প্রথম নয়, এর আগেও পশ্চিম আফ্রিকায় মারবার্গের সংক্রমণ দেখা গিয়েছে একবার। ওই সময় গিনিতে প্রথম এক ব্যক্তি মারবার্গ ভাইরাসে আক্রান্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথায়, মারবার্গ ভাইরাসে আক্রান্ত হলে, ২৪ থেকে ৮৮ শতাংশ মানুষের মৃত্যু হতে পারে।