গ্রামের হাটে ফুচকা খেয়ে অসুস্থ ৫০ জনের বেশি

author-image
Harmeet
New Update
গ্রামের হাটে ফুচকা খেয়ে অসুস্থ ৫০ জনের বেশি

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : গ্রামের হাটে ফুচকা খেয়ে অসুস্থ ৫০ জনেরও বেশি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের নয় নম্বর অঞ্চলের গগনেস্বরের মুড়াকাটা এলাকায়। গ্রামে হাট বসেছিল। অভিযোগ, ওখানেই স্থানীয় একটি ফুচকা দোকানে ফুচকা বিক্রি করছিল। প্রচুর মানুষ ওই দোকানে ফুচকা খান। এরপর পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়ে মুরাকাটা সহ আসে পাশের গ্রামের মানুষ। প্রত্যেকেরই পেটে ব্যথা, বমি এবং পায়খানা শুরু হয়। এরপর খোঁজ নিয়ে দেখা যায় প্রত্যেকেই ওই ফুচকা দোকান থেকে ফুচকা খেয়েছিল। সঙ্গে সঙ্গে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।













গুরুতর অসুস্থ প্রায় পাঁচ জন গ্রামবাসীকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। আরো বেশ কিছু অসুস্থ গ্রামবাসীকে নিয়ে আসা হচ্ছে ওই হাসপাতালে। তবে ফুচকা খেয়ে এরকম হতে পারে বলে মানতে নারাজ ফুচকা দোকানি। খবর দেওয়া হয়েছে স্থানীয় চিকিৎসা পরিষেবা অর্থাৎ আশা কর্মীদের। তবে প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। আপাতত আতঙ্কেই রয়েছেন ওই রোগীরা।