আজ সুপ্রিম কোর্টে শুনানি অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার মামলার

author-image
Harmeet
New Update
আজ সুপ্রিম কোর্টে শুনানি  অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার মামলার

নিজস্ব সংবাদদাতাঃ আজ মহম্মদ জুবায়েরের আর্জির শুনানি সুপ্রিম কোর্টে। অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে উত্তরপ্রদেশে দায়ের হওয়া এফআইআর এলাহাবাদ হাইকোর্টে খারিজ না হওয়ায় শীর্ষ আদালতে জরুরি শুনানির আর্জি জানান জুবায়ের। তাঁর দাবি, প্রাণের ঝুঁকি আছে। ২০১৮ সালের একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগের ভিত্তিতে গত ২৭ জুন জুবায়েরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পরবর্তীতে তাঁকে উত্তরপ্রদেশের সীতাপুরে নিয়ে যাওয়া হয়। যেখানে পুরোহিত যতি নরসিংহনন্দ সরস্বতী সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছিল। যে ব্যক্তির বিরুদ্ধে একাধিক ঘৃণামূলক ভাষণের অভিযোগ আছে। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন জুবায়ের। কিন্তু সেখানে স্বস্তি পাননি। অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার আইনজীবী কলিন গঞ্জালেস দাবি করেন, জুবায়েরের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। খুনের হুমকি দেওয়া হচ্ছে। 'ওরা জুবায়েরকে মেরে ফেলবে। বিষয়টি জরুরি ভিত্তিতে শোনা খুবই প্রয়োজনীয়, কারণ ওর সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত।' সেই আর্জির প্রেক্ষিতে বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন আছে বলে আর্জি জানাতে হয়েছে। বিষয়টি শুক্রবার উপযুক্ত বেঞ্চের সামনে শুনানির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।