জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গুলি চালানোর পরই আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

author-image
Harmeet
New Update
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গুলি চালানোর পরই আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ গুরুতর জখম জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। পশ্চিম জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আচমকাই তাঁর উপরে গুলি চালায় আততায়ী। মঞ্চের উপরেই লুটিয়ে পড়তে দেখা যায় শিনজো আবেকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে তাঁর বুকে গুলি লেগেছে। রক্তাক্ত অবস্থায় আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে শোনা যায়। এদিকে গুলি চালানোর পরই আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খুনের চেষ্টার অভিযোগে নারা শহরের ৪১ বছর বয়সী ইয়ামাগামি তেতসুইয়াকে গ্রেফতার করা হয়েছে। আততায়ীর কাছ থেকে একটি বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে, যা অনেকটা ক্যামেরার মতো দেখতে। সরকারি সূত্রে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্তের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।