নিজস্ব সংবাদদাতাঃ এবার চিনের বেইজিংয়ে বাধ্যতামূলক করা হল করোনা ভ্যাক্সিন। বেইজিংয়ে ক্রমে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ওমিক্রন ভাইরাসের দাপট রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে বেইজিং প্রশাসন।
১১ জুলাই থেকে বেইজিংয়ে ভ্যাক্সিনেশনের প্রমাণ দেখিয়ে তবেই যেকোনো বিনোদনমূলক ও প্রয়োজনীয় স্থানে প্রবেশের অনুমতি মিলবে।