চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে ইএসআই হাসপাতালে একাধিক বিভাগের উদ্বোধনে শ্রম মন্ত্রী

author-image
Harmeet
New Update
চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে ইএসআই হাসপাতালে একাধিক বিভাগের উদ্বোধনে শ্রম মন্ত্রী

দুর্গাপুরঃ এবার দুর্গাপুরের ইএসআই হাসপাতালে অক্সিজেনের জোগান দেবে নিজস্ব প্ল্যান্ট। বৃহস্পতিবার এই প্ল্যান্টের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। অনেক রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হত। বাইরে থেকে অক্সিজেন আনতেও চরম সমস্যার মধ্যে পড়তে হত অনেক সময়। সেইসব সমস্যা দূর করতে রাজ্যের অনেক সরকারি হাসপাতালে তৈরি হয়েছে অক্সিজেন প্ল্যান্ট। এই প্ল্যান্ট দুর্গাপুরের ইএসআই হাসপাতালে তৈরি হওয়া নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট পাইপ লাইনের মাধ্যমে ১৫০ বেডে অক্সিজেন সরবরাহ করবে। এছাড়াও জরুরি বিভাগ, ক্যান্টিন, পরিশুদ্ধ পানীয় জল, পুরুষ ও মহিলা ৫০ বেডের বিভাগ সহ একগুচ্ছ বিভাগের উদ্বোধন হয় এদিন। উদ্বোধন করেন রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না। এদিন তিনি বলেন, “হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝিয়ে দেয় কতটা উন্নত চিকিৎসা পরিষেবা। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সারা রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চলছে। এই হাসপাতালে এবার আরও চিকিৎসা পরিষেবা পাবে শ্রমিকরা”। তিনি আরও বলেন, “কোনও শ্রমিকরা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেজন্যও তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর। এবার সকাল ৮টা থেকে রাত ৮টা পযন্ত খোলা থাকবে বহির্বিভাগ পরিষেবা। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতা সাফল্য আনছে চিকিৎসা পরিষেবায়। অত্যাধুনিক পরিষেবার জন্য তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর”। তিনি আরও এগিয়ে যাওয়ার বার্তা দেন চিকিৎসকদের। এদিন রাজ্যের শ্রম দফতরের সচিব বরুণ রায় জানান, দ্রুত শুরু হবে ইএসআই হাসপাতালের মাধ্যমে টেলি মেডিসিন পরিষেবা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রম সচিব বরুণ কুমার রায়, দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জী, ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ পুরপিতা ও পুরমাতারা।