পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জঙ্গলমহলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্যোগ

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জঙ্গলমহলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ  সম্ভবত আগামী ছয় মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা নির্বাচনে জয়লাভ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই বিধানসভা নির্বাচনের সাফল্যকে ধরে রাখার জন্য পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই জন্য রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই জন্য ঝাড়গ্রামের মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে বেকার যুবক-যুবতীরা বিপর্যয় মোকাবিলা দপ্তরে কাজ করার জন্য আবেদনপত্র জমা দিচ্ছেন। আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিশাল লাইন পড়ে মহকুমা শাসকের কার্যালয়ে। বেকার যুবক-যুবতীদের মধ্যে যাদের নেওয়া হবে তাদের প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করা হবে। স্থায়ী বা অস্থায়ী নয় যখন কাজ হবে সেই কাজের ভিত্তিতে তাদের বেতন দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন প্রকল্পে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য প্রশাসন উদ্যোগী হয়েছে বলে জানা যায়। 

                             

কিন্তু আদৌ কি বেকার যুবক যুবতীদের কোনও কর্মসংস্থানের ব্যবস্থা হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এর আগেও একাধিকবার জঙ্গলমহলে বিভিন্ন কাজের জন্য সরকারের পক্ষ থেকে লোক নেওয়া হয়েছিল। সেখানে জঙ্গলমহলের ছেলে মেয়েরা বঞ্চিত বলে অভিযোগ উঠেছিল। এবারও কি তাই হবে। তবে আশা ছাড়তে নারাজ বেকার যুবক যুবতীরা। তাই কাজের আশায় ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা এলাকার ছেলে মেয়েরা ঝাড়গ্রামের মহকুমা শাসকের কার্যালয়ের সামনে আবেদন পত্র জমা দেওয়ার জন্য ভিড় জমায়।