খাজরা সতিশ চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল সাইবার ক্রাইম সচেতনতা শিবির

author-image
Harmeet
New Update
খাজরা সতিশ চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল সাইবার ক্রাইম সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ডিজিটাল যুগে বাড়ছে সাইবার ক্রাইম। একটু অসতর্ক হলেই সমস্যা ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ থেকে পড়ুয়ারা। তাই পড়ুয়াদের সচেতন করতে সাইবার ক্রাইম সচেতনতা শিবির করল কেশিয়াড়ির  খাজরা সতিশ চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও কেশিয়াড়ি থানার সহযোগিতায় বিদ্যালয়ের নবম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই শিবির হয়। সাইবার ক্রাইমের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করেন পুলিশ আধিকারিকরা। সঙ্গে প্রোজেক্টারের মাধ্যমে সাইবার ক্রাইমের খুঁটিনাটি বিষয় জানানো হয় পড়ুয়াদের। কেন এই শিবির ? স্কুলটি জানাচ্ছে, সাধারণ মানুষের পাশাপাশি পড়ুয়ারাও নানাভাবে ঠকছে। তাদের হাতেও এখন মোবাইল। অনলাইন পড়াশোনা, পরীক্ষা থেকে নানা কাজে মোবাইল ব্যবহার করছে পড়ুয়ারা। ফলে নানাভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই তাদের সে বিষয়ে সচেতন করতে এই উদ্যোগ। এদিন পড়ুয়াদের সচেতন করতে শিবিরে উপস্থিত ছিলেন কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মাণ্ডি, কেশিয়াড়ি থানার আইসি উদয়শংকর মণ্ডল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব বোস।









পুলিশের পক্ষ থেকে মোবাইলে আসা কোন ধরনের লিঙ্ক বা কোন ধরনের মেসেজে ঢুকলে সমস্যা হতে পারে সে বিষয়ে যাবতীয় তথ্য পড়ুয়াদের দেওয়ার চেষ্টা করা হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অনেক মেসেজ আসে যেগুলোতে টাকার অফার বা লোভনীয় বিষয় লেখা থাকে। এমন কোনও লিঙ্কে না যাওয়ার নির্দেশ দিয়েছেন তারা। সাইবার ক্রাইমের কুফল ও প্রতিকারের উপায় সংক্রান্ত এমন নানা বিষয় শিবিরে আলোচনা হয়েছে।