নিজস্ব সংবাদদাতা, লাউদোহাঃ বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ফরিদপুর থানায় আয়োজিত হল "মিট ইউর অফিসার" অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ইস্ট অভিষেক গুপ্তা, এসিপি অন্ডাল সিআইবি পিন্টু সাহা ও ফরিদপুর থানার আধিকারিক পলাশ মন্ডল। এদিনের এই অনুষ্ঠানে এলাকার মানুষের সুখ-দুঃখের কথা সরাসরি শুনলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠান প্রসঙ্গে ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানান, এলাকার একেবারে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনা হল এবং তা গুরুত্ব সহকারে পুলিশ মহলে আলোচনা করা হবে ও এলাকার মানুষের অভাব অভিযোগ পূরণে পুলিশ সদর্থক ব্যবস্থা নেবে।
এছাড়াও এদিন পুলিশের আধিকারিকরা পৌঁছান নাচনের আদিবাসী গ্রাম আখড়াপাড়ায়। সেখানে আদিবাসী ক্ষুদে ফুটবল খেলোয়ারদের সাথে পা মেলান পুলিশ আধিকারিকরা। এরপর সেই খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন ও এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ বাড়াতে পুলিশের তরফে তাদের হাতে তুলে দেওয়া হয় সামান্য উপহার। পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।