জানুন নাইরোবি ফ্লাই থেকে বাঁচার উপায়

author-image
Harmeet
New Update
জানুন নাইরোবি ফ্লাই থেকে বাঁচার উপায়

নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিন ধরে উত্তবঙ্গে আতঙ্ক ছড়াচ্ছে ' নাইরোবি ফ্লাই'। এর ইংরেজি নাম ''ROVE BEETLE''। এই পোকা কিন্তু কামড়ায়ও না আবার হুলও ফোটায় না। কিন্তু গায়ে বসলে গায়ের চামড়াকে পুড়িয়ে দেয়। এই পোকাটি ভীষণই ক্ষতিকর। তাই চিকিৎসকদের পরামর্শমত জেনে নিন এর প্রতিকার। এই পোকার প্রাদুর্ভাব প্রথম দেখা গিয়েছিল পূর্ব আফ্রিকার দেশ নাইরোবিতে।পোকাটি এতই ছোট যে খালি চোখে স্পষ্ট দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে ঘুম থেকেই উঠেই টের পাওয়া যায় চোখের পাশ বা মুখের কোনও অংশ লাল হয়ে ফুলে গিয়েছে। শরীরের যে কোনও অংশ এই পোকার দ্বারা সংক্রমিত হতে পারে। এই পোকা থেকে তৈরি সমস্যাকে চিকিৎসার ভাষায় বলা হচ্ছে 'Paederus dermatitis'। অসাবধানতাবশত পোকার গায়ে ঘষা লাগলে বা চাপ দিলে তার শরীর থেকে যে রাসায়নিক বের হয়, তা মানুষের ত্বকের সংস্পর্শে এসে পুড়িয়ে নষ্ট করে দেয়। সাধারণত ঘুমের মধ্যেই এই ভুল করে থাকেন অনেকেই। এই পোকা কামড়ালে,১> কামড়ানো বা হুল ফোটানোর কোনও দাগ শরীরে থাকে না, ২> লাল হয়ে ফুলে ওঠে আক্রান্ত স্থান, ৩> আক্রান্ত স্থানে দেখা দেয় ফোস্কা, ৪> সংক্রমণের মূল জায়গা থেকে নীচের দিকে সংক্রমণের লম্বা দাগ পড়ে, ৫> এই পোকার দাপটে শুধু যন্ত্রণাই নয় অন্ধত্ব হতে পারে বলেও আশঙ্কা চিকিৎসকদের একাংশের, ৬> বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা ভয়ঙ্কর হতে পারে, ৭> এক সঙ্গে অনেকে আক্রান্ত হন।



 বর্ষায় এই ধরনের পোকার উপদ্রব বাড়ে। সাধারণত বর্ষার সময়ে ঝোপঝাড়, আগাছার জঙ্গল-সহ বিভিন্ন জায়গা থেকে নাইরোবি ফ্লাই লোকালয়ে চলে আসে। এর প্রতিরোধ করবেন কীভাবে?--- ক> রাতে মশারি টাঙানো জরুরি, খ> সাবান দিয়ে হাত ধুয়ে নিন, গ> যে কোনও পোকার সংস্পর্শে তা এলে ফুঁ দিয়ে অথবা আলতো করে হালকা জিনিস দিয়ে তা সরিয়ে দিতে হবে, ঘ> সূর্যাস্তের পর ঘরের জানলা দরজা বন্ধ করে দিন, ঙ> ঘর, বিছানা পরিষ্কার রাখার চেষ্টা করুন, চ> আলমারিতে ন্যাপথলিন বল ব্যবহার করুন, ছ> ঘর, বাথরুম, বাগানে বেগন স্প্রে ব্যবহার করুন, জ> জানলায় নেট লাগান, ঝ> ঢাকা জামাকাপড় পরুন, ঞ> বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন, ট> ত্বকে এ ধরনের সমস্যা দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।