নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় ভুয়ো স্লিপ আর ভুয়ো ডোনার কার্ড দিয়ে সংগ্রহ করা হত রক্ত। তারপর সেই রক্ত রেখে দেওয়া হত সাধারণ ফ্রিজে। সাধারণ মানুষের রক্তের প্রয়োজন পড়লে এক বা দেড় হাজার টাকায় সেই রক্ত বিক্রি করা হত। এমনই অভিযোগ সামনে আসে সম্প্রতি। অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। এই ভাবে দিনের পর দিন একটি চক্র চালানো হত বলে জানা গিয়েছে। মানিকতলা ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত ও প্লাজমা তুলে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই চক্রে আর কে কে যুক্ত আছে, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার অনুপম ভট্টাচার্য নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।