নিজস্ব সংবাদদাতাঃ আঁচিল বা তিল মানুষের শরীরে স্বাভাবিক। তা নিয়ে আমরা খুব একটা কেউই মাথা ঘামাই না। কিন্তু এই তিলের হঠাৎ পরিবর্তন এনে দিতে পারে ক্যান্সারের মতো মারণরোগ। যা আমদের জন্য একেবারেই কাম্য নয়। তিল বা mole সাধারনভাবে কিন্তু আঁচিল-ই হয়ে থাকে। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে তা ক্যান্সারও হতে পারে। কিছু প্রকার আঁচিল যৌবনাবস্থায় বের হয়ে এক সময় আবার তা মিলিয়েও যায়। আঁচিল কালো, খয়েরি, লাল প্রভৃতি রঙের হয়ে থাকে। সাধারণত তা মসৃণ এবং চ্যাপ্টা ধরণের হয়। কিন্তু যদি তার আকার পরিবর্তন হতে শুরু করে অর্থাৎ আঁচিলের আকার বৃদ্ধি পায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সাধারণ তিলের আকার সিমেট্রিক্যাল হয়ে থাকে। অর্থাৎ মাঝে দাগ কাটলে দুই দিক সমান। সেক্ষেত্রে যদি কারো তিল অ্যাসিমেট্রিক্যাল আকারে উঠে থাকে, অর্থাৎ একদিক বৃত্তাকার অন্যদিক বেশি ছড়ানো, তাহলে তা চিন্তার বিষয় হয়ে উঠবে। আঁচিল কিন্তু মোটামুটি বৃত্তাকার হয়। কিন্তু যদি আঁচিলটি অমসৃণ বা বর্ডার খাঁজকাটা হয়, তাহলে চিন্তার বিষয়। তিলগুলো সাধারণত একই রঙের হয়। কিন্তু সেই তিল যদি সময়ের সঙ্গে সঙ্গে রং বদলায়। যেমন বাদামি থেকে কালো বা যদি দেখা যায় একই তিলের একেক জায়গায় একেক রং, তাহলে তা কিন্তু ক্যান্সারাস Mole ও হতে পারে। তিল সাধারণত মসৃণই হয়। কিন্তু এর উপরের স্তর যদি খসখস করে বা চুলকোয়, বা রক্ত বের হয়, তাহলে কিন্তু একেবারে অবহেলা করা যাবে না।